আগামী ৫ বছরের মধ্যে দেশে থাকবেই না পেট্রোল! বড়সড় দাবি করলেন  কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী 

কয়েকদিন আগেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। বেড়ে চলা জ্বালানির দামে নাজেহাল সাধারণ মানুষ। এই আবহে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশে পেট্রোল ব্যান হয়ে যাবে। অর্থাৎ পেট্রোল চালিত কোনও গাড়িই থাকবে না আগামী পাঁচ বছরে। 

এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জানান, মহারাষ্ট্রের বিদর্ভ-এ তৈরি বায়ো ইথানল বিভিন্ন গাড়িতে পরীক্ষামূলক হিসেবে ব্যবহার করা হয়েছে। তাতে সদর্থক ফলাফল মিলেছে। তিনি দাবি করেন, গভীর কূপের জল থেকে গ্রিন হাইড্রোজেন তৈরি হয়। যা গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পেরে। এই গ্রিন হাইড্রোজেন ৭০ টাকা প্রতি কেজিতে বিক্রি হতে পারে, যাতে পেট্রোলের থেকে অনেকটাই কম খরচ হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে পেট্রোলের ব্যবহার নিঃশেষ হয়ে যাবে। তাই বিকল্প জ্বালানি ব্যবহারে জোর দিচ্ছে সরকার। 

এই প্রথম নয়, এর আগেও পেট্রোল ডিজেলের জায়গায় বিকল্প জ্বালানি ব্যবহারে জোর দিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী। তাঁর এদিনের দাবি থেকে অনেকেই মনে করছেন, দেশে বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎও উজ্জ্বল। পেট্রোল ডিজেলের দামের কারণে অনেকেই বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকেছেন। ভবিষ্যতে সেই সংখ্যাটা আরও বহুগুন বাড়বে বলেই মনে করা হচ্ছে। 

Comments are closed.