টিকা, অক্সিজেন ও তার সরবরাহ সংক্রান্ত সমস্ত পণ্যের আমদানি শুল্ক মকুব কেন্দ্রের, কমবে দাম

টিকা, অক্সিজেন এবং তার সরবরাহ সংক্রান্ত যাবতীয় পণ্যের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠকের পর একথা জানান। আগামী তিন মাসের জন্য নির্দেশ কার্যকরী থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয় শুল্ক প্রত্যাহারের ফলে এই সামগ্রীর সরবরাহ আরও মসৃণ হবে। সবচেয়ে বড় কথা কমবে দাম।

ভারতে বর্তমানে দুটি ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। ভারত বায়োটেকের কোভ্যাকসিন এবং সিরামের কোভিশিল্ড। রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি ইতিমধ্যেই ভারতে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে।

[আরও পড়ুন- কুর্নিশ! করোনাকালে বায়ু সেনার অবিশ্বাস্য কীর্তি, এয়ার লিফট করে পৌঁছচ্ছে অক্সিজেন ট্যাঙ্কার]

দিল্লি, মহারাষ্ট্র সহ দেশের একাধিক রাজ্যে অক্সিজেনের তীব্র অভাব। একইভাবে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে দেশজুড়ে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক টিকাকরণ কেন্দ্র। এরকম একটা সময়ে কেন্দ্রের আমদানি শুল্ক প্রত্যাহার মানুষকে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

Comments are closed.