খুব শীঘ্রই বাজারে আসছে ভারতে উৎপাদিত আরেকটি ভ্যাকসিন

বাজারে আসছে আরেকটি কোভিড ভ্যাকসিন। ভারতীয় সংস্থা বায়োলজিক্যাল-ই এই ভ্যাকসিন প্ৰস্তুত করবে। ৩০ কোটি ভ্যাকসিন প্রথমে উৎপাদন করা হবে। যার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। ভ্যাকসিনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ১৫০০ কোটি টাকা অগ্রিম দেবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, চলতি বছর অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে শুরু হবে ভ্যাকসিন উৎপাদনের কাজ। আরবিডি প্রোটিন সমৃদ্ধ বায়োলজিক্যাল-ইর কোভিড ভ্যাকসিন ন্যাশনাল এক্সপার্ট গ্রূপ অন ভ্যাকসিন আডমিনিষ্ট্রেশন ফর কোভিড-১৯ (NEGVAC) দ্বারা অনুমোদন পেয়েছে।

ভারতে এখন সিরামের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কো ভ্যাকসিন আর রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনেশন চলছে। বায়োলজিক্যাল-ইর কোভিড ভ্যাকসিন বাজারে এলে ভ্যাকসিনেশন প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

Comments are closed.