বিজেপি বিরোধী জোটে কংগ্রেস অপরিহার্য নয়, হাত শিবির নিয়ে আবারও বিস্ফোরক পিকে 

হাত শিবিরকে নিয়ে চাঁচাছোলা মন্তব্য ভোট কুশলী প্রশান্ত কিশোরের। এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে পিকে সাফ জানালেন, দেশে কংগ্রেসকে ছাড়াই বিজেপি বিরোধী জোট সম্ভব। বিজেপি বিরোধিতার ক্ষেত্রে অপরিহার্য নিয়ে হাত শিবির। কয়েকদিন আগেই রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন প্রশান্ত কিশোর। এদিন ফের একবার একই পথে হাঁটলেন। দেশের রাজনৈতিক মহলে যা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে।  

ওই সাক্ষাৎকরে কংগ্রেস নেতৃত্বকে তীব্র কটাক্ষ করে পিকে বলেন, কংগ্রেস নেতারা এটাই বুঝতে পারছে না যে, শুধু মোমবাতি মিছিল বা ট্যুইট করে নরেন্দ্র মোদীর মতো নেতাকে হারানো সম্ভব নয়। এখানেই থামেননি তিনি। তাঁর বক্তব্যের ব্যাখা দিতে গিয়ে পিকে বলেন, ১৯৮৪ সালের পর থেকে কংগ্রেস একটাও লোকসভা নির্বাচন নিজেদের একক শক্তিতে জিততে পারেনি। প্রতিটা ভোটেই ওদের অন্য আঞ্চলিক দলের সমর্থনের প্রয়োজন হয়েছে। সেই সঙ্গে কংগ্রেস নিয়ে পিকের চাঞ্চল্যকর দাবি, গত ১০ বছরে ৯০% নির্বাচনেই কংগ্রেস হেরেছে। 

যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কংগ্রেস নিয়ে কঠোর সমালোচনা করছেন পেশাদার ভটকুশলী। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সর্ব ভারতীয় ক্ষেত্রে মোদী বিরোধী মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিরোধীদের একাংশ চাইছেন। তৃণমূলও বাংলার গন্ডি পেরিয়ে একাধিক রাজ্যে নিজেদের সংগঠন তৈরি করতে উদ্যোগী হয়েছে। এই আবহে কংগ্রেসকে নিয়ে প্রশান্ত কিশোরের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।   

 

Comments are closed.