কামারহাটিতে প্রার্থী বদল সিপিএমের! মানসের জায়গায় যুব নেতা সায়নদীপ

২০১৬ সালে প্রার্থী ছিলেন মানস মুখার্জি

কামারহাটিতে প্রার্থী বদল করছে সিপিএম। সূত্রের খবর, গতবারের জয়ী বিধায়ক মানস মুখার্জির পরিবর্তে কামারহাটিতে সিপিএম প্রার্থী করছে দলের যুব সংগঠনের রাজ্য নেতা সায়নদীপ মিত্রকে।
এবার বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করার অনেক আগেই সূর্যকান্ত মিশ্রর নেতৃত্বে আলিমুদ্দিন স্ট্রিট সিদ্ধান্ত নিয়েছিল অনেক কম বয়সীকে ভোটের টিকিট দেওয়া হবে। প্রার্থী করা হবে ছাত্র-যুবদের।

[আরও পড়ুন- রাজ্য পুলিশের DG বীরেন্দ্র অপসারিত, নতুন DG নীরজ নয়ন পাণ্ডে]

২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের মদন মিত্রকে হারিয়েছিলেন মানস মুখার্জি। কিন্তু শারীরিক কারণে এবার তিনি প্রার্থী হতে চান না বলে আগেই বার্তা দিয়েছিলেন দলের অন্দরে। যদিও ২০১৬ সালের তুলনায় এবার রাজ্যজুড়ে রাজনৈতিক পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে। তৃণমূলের মূল প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিজেপি। কিন্তু কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে আসন সমঝোতা করে এই দ্বিমুখী লড়াইয়ের আবহে প্রাসঙ্গিক হয়ে উঠছে বামেরাও।
সূত্রের খবর, শুধু কামারহাটিতেই নয়, এই জেলার অনেক কেন্দ্রেই ছাত্র-যুবদের প্রার্থী করে চমক দিতে চলেছে সিপিএম।

Comments are closed.