জনসভায় মোদীর ভূয়সী প্রশংসা, ৩ মাসের জন্য কেন্দ্রীয় কমিটি থেকে বরখাস্ত মহারাষ্ট্র সিপিএমের রাজ্য সম্পাদক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের প্রশংসা করে দলের সেন্ট্রাল কমিটি থেকে বরখাস্ত হলেন সিপিএম নেতা নরসাইয়া আদম।
সিপিএমের মহারাষ্ট্রের সম্পাদক নরসাইয়া আদম জানুয়ারি মাসে সোলাপুর জেলায় একটি আবাসন প্রকল্পের দ্রুত ছাড়পত্র দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের ভূয়সী প্রশংসা করেন। এই সোলাপুর কেন্দ্র থেকেই বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন নরসাইয়া আদম।
প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকেই চান বলেও মন্তব্য করেন ওই সিপিএম নেতা। তাঁর মুখে বিজেপির শীর্ষ নেতাদের প্রশংসা ভালোভাবে নেয়নি দল। সোমবার সিপিএমের সেন্ট্রাল কমিটি থেকে তিনমাসের জন্য বরখাস্ত করা হয় নরসাইয়া আদমকে। সিপিএমের পক্ষ থেকে বলা হয়, দলীয় নেতার আচরণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দলের কেন্দ্রীয় কমিটি থেকে নরসাইয়া আদমকে তিনমাসের জন্য বরখাস্ত করা হল।
যদিও নরসাইয়া আদমের এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments are closed.