ফের শিরোনামে যোগীর রাজ্য, গণধর্ষণের মামলা দায়েরের পর দুর্ঘটনায় মৃত্যু হয় নির্যাতিতার বাবা

এর দুর্ঘটনায় পেছনে কোন চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ।

দু’দিন আগে ১৩ বছরের কিশোরীকে তিনজনে মিলে গণধর্ষণ করে। হুমকির ভয় জয় করে মনে সাহস জুগিয়ে থানায় অভিযোগ করতে গিয়েছিল নির্যাতিতার বাবা। কিন্তু পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার উত্তরপ্রদেশের কানপুর জেলায় ঘটনাটি ঘটে। এর পেছনে কোন চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ।

ঘটনার মূল অভিযুক্ত গোলু যাদবকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার পরিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাঁরা জানিয়েছে, গণ ধর্ষণের মামলা দায়ের করার পর থেকেই গোলু যাদবের বড়ো ভাই নানাভাবে হুমকি দেওয়া শুরু করে। তাঁরা আরও জানায়, হুমকি দিয়ে বার বার বলত, “সাবধান আমার বাবা একজন সাব ইন্সপেক্টর, এ ধরনের নোংরা কাজ আমরা আবারও করব।” এই ঘটনার সঙ্গে পুলিশ জড়িয়ে আছে বলে অভিযোগ নির্যাতিতার পরিবার।

গণধর্ষণের মামলায় দুই অভিযুক্তের বাবা দিপু যাদব এবং সৌরভ যাদব কানপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কান্নুজ জেলায় উত্তরপ্রদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে কর্মরত।

নির্যাতিতার মেডিকেল টেস্ট চলাকালীন তাঁর বাবা চা খেতে বেড়ন। তখনই ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার।

Comments are closed.