প্রয়াত দিলীপ কুমার, বয়স হয়েছিল ৯৮ বছর

প্রয়াত কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে ভুগছিলেন দিলীপ কুমার। গত ৩০ জুন প্রবল শ্বাসকষ্টের জন্য তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

মৃত্যুর সময় দিলীপ কুমারের পাশে ছিলেন স্ত্রী সায়রা বানু। কয়েকদিন আগেই সায়রা বানু দিলীপ কুমারের সুস্থতা কামনার আবেদন করেছিলেন টুইটে। তিনি জানিয়েছিলেন, দিলীপ কুমারের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

১৯৪৪ সালে জোয়ার ভাটা সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ দীলিপ কুমারের। এরপর প্রায় ৭০ টার মতন সিনেমায় অভিনয় করেছেন দীলিপ কুমার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। টুইট করে শোকজ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন।

শোকপ্ৰকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

তাঁর মৃত্যু সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। স্ত্রী সায়রা বানু ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Comments are closed.