বাড়ছে রবিবারের ডার্বির উত্তাপ, আজ থেকে শুরু টিকিট বিক্রি

কলকাতা লিগের বড় ম্যাচ আগামী রবিবার। এখন থেকেই এই ম্যাচ নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। গোকুলাম এফসি কাছে ফাইনালে হেরে চ্যাম্পিয়ন হওয়া হয়নি মোহনবাগানেরও। তাই দু’প্রধানের কাছেই পাখির চোখ আপাতত কলকাতা লিগ।
আরও স্পষ্ট করে বলতে গেলে কলকাতা লিগের বড় ম্যাচ। কারণ দু’দলের কর্তারা ভালই জানেন, এই ম্যাচ জিততে পারলেই সর্মথকরা খুশি। চাপা পড়ে যাবে অনেক প্রশ্নের। আর হারলে তৈরি হবে নতুন নতুন সমস্যা। তাই দুই দলই বড় ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে।
আর মরসুমের প্রথম বড় ম্যাচ বলে টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। সোমবার আইএফএ-তে গিয়ে জানা গেল টিকিটে স্ট্যাম্পিংয়ের কাজ চলছে। মঙ্গলবার থেকেই অনলাইনে টিকিট ছাড়া হবে। পেটিএম অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন সর্মথকরা। তারপর নির্দিষ্ট কাউন্টার থেকে সেই টিকিট সংগ্রহ করতে হবে। বুধবার থেকে দুই ক্লাবে টিকিট বিক্রি শুরু হবে। দু’প্রধানের সদস্যদের জন্য প্রতিবারের মতো এবারও ফ্রি টিকিট দেওয়া হবে।
টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। এছাড়াও ১৫০, ২০০, ৪০০ এবং ৫০০ টাকার টিকিট থাকবে দর্শকদের জন্য। শুক্রবার শহরের একটি পাঁচতারা হোটেলে দু’প্রধানকে নিয়ে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করবে আইএফএ। এই সাংবাদিক সম্মেলনে হাজির থাকার কথা টলিউড তারকাদের।
বড় ম্যাচে থাকবে আরও চমক। সোনার মুদ্রা দিয়ে টস করবেন দুই দলের অধিনায়ক। সেই মুদ্রা বড় ম্যাচের সেরা ফুটবলারকে দেওয়া হবে। চেষ্টা করা হচ্ছে ভিন রাজ্যের কোন রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করার জন্য।
সোনার মুদ্রা দিয়ে টস হবে বড় ম্যাচের

বাড়ছে রবিবারের ডার্বির উত্তাপ, আজ থেকে শুরু টিকিট বিক্রি ‌
কলকাতা লিগের বড় ম্যাচ আগামী রবিবার। এখন থেকেই এই ম্যাচ নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। গোকুলাম এফসি কাছে ফাইনালে হেরে চ্যাম্পিয়ন হওয়া হয়নি মোহনবাগানেরও। তাই দু’প্রধানের কাছেই পাখির চোখ আপাতত কলকাতা লিগ।
আরও স্পষ্ট করে বলতে গেলে কলকাতা লিগের বড় ম্যাচ। কারণ দু’দলের কর্তারা ভালই জানেন, এই ম্যাচ জিততে পারলেই সর্মথকরা খুশি। চাপা পড়ে যাবে অনেক প্রশ্নের। আর হারলে তৈরি হবে নতুন নতুন সমস্যা। তাই দুই দলই বড় ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে।
আর মরসুমের প্রথম বড় ম্যাচ বলে টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। সোমবার আইএফএ-তে গিয়ে জানা গেল টিকিটে স্ট্যাম্পিংয়ের কাজ চলছে। মঙ্গলবার থেকেই অনলাইনে টিকিট ছাড়া হবে। পেটিএম অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন সর্মথকরা। তারপর নির্দিষ্ট কাউন্টার থেকে সেই টিকিট সংগ্রহ করতে হবে। বুধবার থেকে দুই ক্লাবে টিকিট বিক্রি শুরু হবে। দু’প্রধানের সদস্যদের জন্য প্রতিবারের মতো এবারও ফ্রি টিকিট দেওয়া হবে।
টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। এছাড়াও ১৫০, ২০০, ৪০০ এবং ৫০০ টাকার টিকিট থাকবে দর্শকদের জন্য। শুক্রবার শহরের একটি পাঁচতারা হোটেলে দু’প্রধানকে নিয়ে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করবে আইএফএ। এই সাংবাদিক সম্মেলনে হাজির থাকার কথা টলিউড তারকাদের।
বড় ম্যাচে থাকবে আরও চমক। সোনার মুদ্রা দিয়ে টস করবেন দুই দলের অধিনায়ক। সেই মুদ্রা বড় ম্যাচের সেরা ফুটবলারকে দেওয়া হবে। চেষ্টা করা হচ্ছে ভিন রাজ্যের কোন রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করার জন্য।

Comments are closed.