সংসদের পরিবহণ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূলের ডেরেককে

সংসদের পরিবহণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যানের পদ থেকে ডেরেক ও’ ব্রায়েনকে সরিয়ে দেওয়া হল। যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ডেরেক ও’ ব্রায়েনের অভিযোগ, সংসদে তৃণমূল কংগ্রেস তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বৎ নিয়মবহির্ভূতভাবে তাঁদের কাছ থেকে সংসদের পরিবহণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যানের পদ কেড়ে নেওয়া হয়েছে। নিজের দলের সাংসদকে বসিয়ে সেই পদ আঁকড়ে রাখতে চায় বিজেপি।
বুধবার ট্যুইটারে এ নিয়ে ক্ষোভ উগরে দেন ডেরেক। পাশাপাশি তাঁর ট্যুইটবার্তায় উঠে এসেছে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের বিষয়ও। তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া বিক্রি সহ একাধিক পদক্ষেপ করছে মোদী সরকার। এ নিয়ে নতুন চেয়ারম্যান দ্রুত বৈঠক ডেকে ব্যবস্থা নিন।

Comments are closed.