বড় ম্যাচের দল বাছাই নিয়ে প্রশ্ন উঠলেও নিজের অবস্থানে অনড় ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো

কলকাতা লিগকে প্রথম থেকেই প্রাক-মরশুম প্রস্তুতি বলছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো। তিনি লিগের ম্যাচে বিভিন্ন ফুটবলারকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে দেখে নিতে চাইছেন। কিন্তু বড় ম্যাচের পর আলেজান্দ্রোকে নিয়ে প্রশ্ন উঠেছে। এই ম্যাচে দলের মূল ফুটবলার হাইমে কোলাডোকে রিজার্ভ বেঞ্চে রেখে দল নামিয়েছিলেন স্প্যানিশ কোচ। যার ফলে ইস্টবেঙ্গলের খেলা কখনওই দানা বাঁধেনি। মাত্র শেষ ২০ মিনিটের জন্য নামিয়েছিলেন হাইমেকে। ঘরের মধ্যে থাকা আরেক ফুটবলার বিদ্যাসাগর সিংহও খেলেন মাত্র কুড়ি মিনিট। এখানেই উঠছে প্রশ্ন। তাহলে কি জেতার ইচ্ছাই ছিল না ইস্টবেঙ্গল কোচের? না হলে কেন অপেক্ষাকৃত শক্তিশালী দল নিয়েও এতটা রক্ষণাত্মক আলেজান্দ্রো।
তবে যে যাই বলুন, টলছেন না স্প্যানিশ কোচ। পরিষ্কার বলছেন, তিনি দলের হেড কোচ। যা সিদ্ধান্ত তাঁরই। ‘হাইমেকে আমি আমার নিজের সিদ্ধান্তে খেলাইনি। ওঁর আর বিদ্যাসাগরের কোনও চোট ছিল না। আমার মনে হয়েছিল, লিগের এই শক্ত ম্যাচে দলকে দেখে নেওয়ার প্রয়োজন। আর আমি তো উপরে মার্কোস আর রোনাল্ডো, দু’জন স্ট্রাইকারকে খেলিয়েছি। প্রথম থেকেই আমি জয়ের জন্য ঝাঁপিয়েছিলাম। মার্কোসের খেলায় আমি খুশি। শুধু ওঁর কেন, দলের সব ফুটবলের খেলা আমার ভালো লেগেছে।’ ইস্টবেঙ্গল কোচ পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, যে যাই বলুন, কলকাতা লিগে পরীক্ষার রাস্তা থেকে সরবেন না তিনি। ৫ ই সেপটেম্বর সাদার্ন সমিতির বিরুদ্ধে পরের ম্যাচ। তার আগে মঙ্গলবার দলকে ছুটি দিলেন তিনি।

Comments are closed.