বড় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ, শনিবারই শহরে আসছেন লালহলুদের ষষ্ঠ বিদেশি জুয়ান

প্রয়োজন একটা জয়। আর তাহলেই বড় ম্যাচ জয়ের হ্যাটট্রিক হবে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর। তবে অতীত নিয়ে ভাবতে নারাজ তিনি। ‘এরকম ম্যাচে অতীতে কী হয়েছে, তা গুরুত্বপূর্ণ নয়। এই ম্যাচে কেমন খেলছি, তাই গুরুত্বপূর্ণ’, বলছেন স্প্যানিশ কোচ। কলকাতা লিগ টেবিলের হিসেব বলছে, বড় ম্যাচে যে জিতবে, সে কিছুটা এগিয়ে যাবে লিগ জয়ের দৌড়ে। বরাবর তাই দেখা গেছে। তবে এবার লিগের শুরুতেই ডার্বি। এরপরেও অনেক ম্যাচ বাকি। ইস্টবেঙ্গল কোচ তাই বলছেন, ‘আমাদের একটাই লক্ষ্য। এই ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট পাওয়া। তারপর টেবিল নিয়ে ভাববো।’
ইস্টবেঙ্গল দলে কোন চোট-আঘাত সমস্যা নেই। একমাত্র চোটগ্রস্ত প্লেয়ার বলতে অভিজিৎ সরকার। যাঁর না থাকা, খুব একটা সমস্যায় ফেলবে না ইস্টবেঙ্গলকে। তবে ইস্টবেঙ্গল কোচের চিন্তা, গরম এবং আদ্রতা। স্প্যানিশ কোচ পরিষ্কার বলছেন, ‘এই আদ্রতা ফুটবলারদের ভালো খেলার পক্ষে বড় বাধা। কিন্তু আমার তো কিছু করার নেই। ম্যাচের সময় তো পাল্টাতে পারবো না।’
বড় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ। তিনি বলছেন, ‘আমার দলকে নিয়ে আত্মবিশ্বাসী। ফুটবলারদের প্রতি আমার বিশ্বাস আছে। আমরা চেষ্টা করব এই ম্যাচে জিতে সমর্থকদের আনন্দ দেওয়ার।’
অন্যদিকে, বড় ম্যাচের আগেই কলকাতায় চলে আসছেন, ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি জুয়ান মেরা গঞ্জালেজ। শনিবার সকাল ৯ টা নাগাদ তাঁর কলকাতায় আসার কথা। যদিও বড় ম্যাচে মাঠে নামার কোন সম্ভাবনা নেই তাঁর।

Comments are closed.