ডুরান্ড সেমিফাইনালের আগে খোশমেজাজে ইস্টবেঙ্গল কোচ, গোকুলামের মার্কাসকে রুখতে আলাদা কৌশল

ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল বুধবার। গোকুলাম কেরালা এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তার আগে বেশ খোশমেজাজে পাওয়া গেল ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রোকে। গোকুলাম ম্যাচ নিয়ে কথা তো বললেনই, সঙ্গে বললেন, গত এক বছরে তাঁর কলকাতার অভিজ্ঞতা। এই শহরের কী কী তাঁর মনে ধরেছে। সেই তালিকায় সবার উপরে আছে, কলকাতার রসগোল্লা। ইস্টবেঙ্গল কোচ বলছেন কলকাতার রসগোল্লায় মজেছেন তিনি। ‘রসগোল্লা আমার বেশ ভাল লেগেছে। যখন সুযোগ পাই, রসগোল্লা খাই।’
প্রতিপক্ষ গোকুলাম কেরালা ডুরান্ড কাপের অন্যতম শক্তিশালী দল। দলে আছেন তিন ম্যাচে ৮ গোল করে ফেলা স্ট্রাইকার মার্কাস। ‘অবশ্যই একটা দারুণ সেমিফাইনাল হবে। আমার দলের ফুটবলারদের কাছে আসল পরীক্ষা। আর মার্কাসের জন্য অবশ্যই আমাদের রক্ষণভাগের আলাদা পরিকল্পনা থাকবে। প্রতিপক্ষকে নির্বিষ করাই আমাদের কাজ’, বলছেন ইস্টবেঙ্গল কোচ। ডুরান্ড কাপকে আই লিগের প্রস্তুতিপর্ব বললেও, চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে তার দল একশো শতাংশ দেবে, তা জোর দিয়ে বলেছেন স্প্যানিশ কোচ।
উল্টোদিকে সেমিফাইনালে নামার আগে হুঙ্কার দিয়ে রেখেছেন, দুরন্ত ফর্মে থাকা গোকুলাম স্ট্রাইকার মার্কাস। গ্রুপ লিগের তিন ম্যাচে ৮ টি গোল করে ফেলেছেন তিনি। ইস্টবেঙ্গল ম্যাচে নামার আগে মার্কাস বলছেন, ‘ইস্টবেঙ্গল রক্ষণ যদি ভুল করে, আমি শাস্তি দিতে তৈরি। এই প্রতিযোগিতায় ১৫ গোল করা লক্ষ্য আমার।’

Comments are closed.