‘গত দু’ম্যাচে হারার প্রভাব পড়বে না ডার্বিতে’, আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো

বড় ম্যাচের আগে খুব একটা স্বস্তিতে নেই ইস্টবেঙ্গল। শেষ পরপর দুই ম্যাচে তাদের হারতে হয়েছে। যথেষ্ট চাপে রয়েছে ইস্টবেঙ্গল শিবির। তবে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনিনডেজ মনে করছেন, এই ম্যাচ একদমই অন্য। গত দুই ম্যাচে হারের প্রভাব কোনওভাবেই পড়বে না ডার্বিতে। স্প্যানিশ কোচ বলছেন, ‘আমার দলের উপর আমার আত্মবিশ্বাস রয়েছে। এরকম ম্যাচে অতীতে কী হয়েছে তা কখনওই প্রভাব ফেলে না। সারা বিশ্বেই বড় ম্যাচ অন্য রকম হয়। আমাদের দলে কিছু সমস্যা রয়েছে। তবে সব সমস্যা সত্ত্বেও আমরা লড়াই করব।’
আই লিগ টেবিলে শীর্ষে থেকে নতুন বছর শুরু হয়েছিল ইস্টবেঙ্গলের। কিন্তু পরপর দুটি ম্যাচ হেরে লিগ তালিকায় পিছিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। আর তাদের প্রতিদ্বন্দ্বী মোহনবাগান আপাতত লিগ শীর্ষে। এ বিষয়টি নিয়ে ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘আপনারা মাত্র দুটি ম্যাচ হারার নিয়ে এত কথা বলছেন। আমরাও কিন্তু দিন পনেরো আগে শীর্ষে ছিলাম। টানা এক বছর আই লিগে কোনও ম্যাচ হারিনি। তাই মাত্র দুটো ম্যাচ দিয়ে দেখা উচিত নয়।’
প্রত্যেক ম্যাচে গোল নষ্ট করছেন ইস্টবেঙ্গল স্ট্রাইকাররা। বিষয়টি প্রতি ম্যাচেই সমস্যা তৈরি করছে। যদিও ইস্টবেঙ্গল কোচ বলছেন, তিনি খুশি কারণ তাঁর দল গোলের সুযোগ তৈরি করছে। তবে তিনি চান তাঁর দল আরও বেশি সুযোগ কাজে লাগাক। ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটা অনেকটা ডু অর ডাই। ম্যাচটা জিততে পারলে আই লিগে ঘুরে দাঁড়াতে পারবে লাল হলুদ। আর না হলে তলিয়ে যাবে লিগের নীচের দিকে।

Comments are closed.