বড় ম্যাচের আগে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, এরিয়ানকে হারাল ৩-০ গোলে

মরসুম যত এগোচ্ছে, ততই যেন নিজেদের গুছিয়ে নিচ্ছে আলেজান্দ্রো মেনিন্ডেজের দল। বুধবার কলকাতা লিগের ম্যাচে ৩-০ গোলে তারা উড়িয়ে দিল এরিয়ানকে। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন হাইমে স্যান্টোস কোলাডো। অন্য গোলটি লালরিনডিকা রালতের। লিগে তিন ম্যাচ খেলে ছ’পয়েন্টে পৌঁছালো ইস্টবেঙ্গল। এই জয় বড় ম্যাচের আগে যথেষ্ট স্বস্তিতে রাখবে স্প্যানিশ কোচকে।
এদিন স্প্যানিশ স্ট্রাইকার মার্কোসকে প্রথম একাদশে রাখেননি আলেজান্দ্রো। তবু ম্যাচের প্রথম থেকেই আক্রমণের ঝাঁঝ বেশি ছিল লালহলুদের। তেমন কিছুই করে উঠতে পারছিলেন না এরিয়ান ফুটবলাররা। ৩৮ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করেন ইস্টবেঙ্গলের বিদ্যাসাগর সিংহ। সামাদের গড়ানে সেন্টার গোলে ঠেলতে পারেননি ফাঁকায় দাঁড়ানো বিদ্যাসাগর। ম্যাচে অন্য ফল হলে, এই মিসের জন্য খলনায়ক হতেই পারতেন তিনি। তবে এই মিসের মিনিট তিনেকের মধ্যে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লালহলুদকে এগিয়ে দেন অভিজ্ঞ মিডফিল্ডার লালরিনডিকা রালতে। দ্বিতীয়ার্ধ জুড়ে শুধুই ইস্টবেঙ্গল। পরিবর্ত হিসাবে নেমে বেশ নজর কাড়েন গোয়ার স্ট্রাইকার রোনাল্ডো। ৬০ মিনিটে কাশিম-রোনাল্ডো-কোলাডোর মিলিত আক্রমণের ফসল ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল। কোলাডো ২-০ করেন। ৮৮ মিনিটে আবার গোল। আবার ইস্টবেঙ্গল। আবার কোলডো। এবারও গোলের পিছনে সেই রোনাল্ডো।
লিগে পরপর দুই ম্যাচ জিতে রবিবার বড় ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গল রক্ষণে তেমন দাগ কাটতে পারলেন না এরিয়ানের স্ট্রাইকাররা। যত সময় যাচ্ছে, ততই ইস্টবেঙ্গল রক্ষণে ভরসা দিচ্ছেন স্প্যানিশ স্টপার মার্তি। তবে বড় ম্যাচেই তাঁর আসল পরীক্ষা। আক্রমণভাগ গোলের মধ্যে থাকায় বড় ম্যাচের আগে কিছুটা নিশ্চিন্ত ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনিনডেজ।

Comments are closed.