প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, দিল্লির এইমসে জীবনাবসান

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। দিল্লির এইমসে শনিবার বেলা বারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৮ বছর। গত ৯ ই অগাস্ট থেকে দিল্লির এইমসে ভর্তি ছিলেন বিজেপির প্রথম সারির এই নেতা। তিনি কিডনির অসুখে ভুগছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর।
১৯৫২ সালের ২৮ শে ডিসেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন অরুণ জেটলি। সুপ্রিম কোর্টে আইনজীবী অরুণ জেটলির রাজনীতিতে প্রবেশ কলেজ জীবনেই। ১৯৯১ সাল থেকে বিজেপির প্রথমসারির নেতা ছিলেন তিনি। অসাধারণ বাগ্মী অরুণ জেটলি ১৯৯৯ সালের লোকসভা ভোটের সময় বিজেপি জাতীয় মুখপাত্র ছিলেন। ২০০০ সালে ক্যাবিনেট মন্ত্রী হন। দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির এই নেতা কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ২০১৪ সালে প্রথম মোদী সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Comments are closed.