দিল্লি পৌঁছলেন কৃষকরা! লাঠি, জল কামান, কাঁদানে গ্যাস, আটকাতে পারল না কিছুই, দেখুন ফটো গ্যালারি

প্রবল ঠান্ডায় জলে ভিজে, লাঠি, কাঁদানে গ্যাস, জল কামান উপেক্ষা করে শেষ পর্যন্ত দিল্লি পৌঁছে গেলেন কৃষকরা। 

হরিয়ানা পেরিয়ে দিল্লি যাওয়ার পথে হাজার হাজার কৃষকের বিক্ষোভে প্রতিরোধ ভাঙল পুলিশের। নাছোড় কৃষকদের আটকে রাখতে পারেনি হরিয়ানা পুলিশ। দিল্লির সীমানার কাছে জমায়েত হতে থাকেন কৃষকরা। সেখানে চলে জল কামান, কাঁদানে গ্যাস, লাঠি। কিন্তু কৃষকরা পিছু হঠেননি। এক সময় বাধ্য হয়ে দিল্লি প্রবেশের অনুমতি দেয় দিল্লি পুলিশ।

বিতর্কিত কৃষি আইন প্রত‌্যাহারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছেন। এই অভিযানে যোগ দিতে পঞ্জাব থেকে হাজার হাজার কৃষক রওনা দিয়েছিলেন হরিয়ানা পেরিয়ে দিল্লির উদ্দেশে। মাঝে হরিয়ানা পুলিশ বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করেছে। ব্যারিকেড দিয়ে, জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা হয়েছে। কিন্তু আটকানো যায়নি কৃষকদের।

শেষ পর্যন্ত দিল্লি পুলিশ কর্ডন করে কৃষকদের দিল্লির টিকরি সীমানা থেকে বুরারির কাছে একটি জায়গায় নিয়ে গিয়েছে।

Comments are closed.