শরদ পাওয়ারের বাড়িতে হামলা, তীব্র নিন্দা করে ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 

শুক্রবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। আর এই ঘটনায় শনিবার ট্যুইটে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হামলার ঘটনার কড়া সমালোচনার পাশাপাশি মহারাষ্ট্র সরকারের তদন্তের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, ভারতের অন্যতম প্রবীণ রাজনৈতিক শরদ পাওয়ারের বাড়িতে হামলার ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মহারাষ্ট্র সরকারের দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। 

প্রবীণ রাজনীতিকের সিলভার ওক আবাসনের বাইরে মহারাষ্ট্র পরিবহনের একদল কর্মী জমায়েত হয়ে আচমকাই হামলা চালায় বলে অভিযোগ। বাড়ি লক্ষ্য করে ইট, জুতো ছোঁড়ার মতো ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার নেপথ্যে কোনও বড় মাথা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে মহারাষ্ট্র সরকার। 

উল্লেখ্য কয়েকমাস আগে দিল্লি সফরে গিয়ে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। দেশ জুড়ে বিজেপি বিরোধী জোট গড়তে একাধিকবার এনসিপি প্রধানের সঙ্গে তাঁর কথা হয়েছে। সম্প্রতি এনসিপি নেতা নবাব মালিকের গ্রেফতারি নিয়েও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় শরদ পাওয়ারের সঙ্গে তাঁর ফোনে কথাও হয়। পাশাপাশি তৃণমূল নেত্রী মহারাষ্ট্র সরকারকে অনুরোধ করেন, নবাব মালিককে যেন মন্ত্রিত্ব থেকে সরানো না হয়। মুখ্যমন্ত্রীর অনুরোধ পরেই মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষণা করা হয়, নবাব মালিক মন্ত্রী থাকছেন। বাড়িতে হামলার ঘটনায় ফের একবার শরদ পাওয়ারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী। 

Comments are closed.