জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব

দুমকা ট্রেজারি মামলায় জামিন পেলেন লালুপ্রসাদ যাদব। যদিও শারীরিক অসুস্থতা নিয়ে লালু এখন ভর্তি রয়েছেন এইমসে। নব্বই এর দশক থেকে পশু খাদ্য মামলায় অর্থ তছরুপের অভিযোগ ছিল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ২০১৭ সাল থেকে রাচির বিরসা মুণ্ডা জেলে ছিলেন তিনি।

রাঁচি হাইকোর্টের বিচারপতি অপরেশ কুমার সিংহ জানিয়েছেন, দুমকা ট্রেজারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এই মামলায় তিনি জেলবন্দী থাকার মেয়াদ অর্ধেক সময় পেরিয়ে এসেছেন, তাই তার জমিন মঞ্জুর করা হয়েছে বলে জানান লালুর আইনজীবী প্রভাত কুমার। এর আগেও দেওঘর ও চাইবাসা মামলাতেও লালুর জেলবন্দীর মেয়াদ অর্ধেক সময় পেরিয়ে গিয়েছিল, তাই তাকে জামিন দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন প্রভাত কুমার।

এদিন জামিনের খবর পাওয়ার পর খুশির হাওয়া লালুর রাষ্ট্রীয় জনতা দলের কর্মীদের মধ্যে। লালুর ছোট ছেলে তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, কঠীন ব্যাধিতে ভুগছেন তিনি। আমাদের এখন উচিত ডক্তারের পরামর্শ অনুযায়ী সব কাজ করা।

Comments are closed.