বিজেপি বিধায়কের অফিস ভাঙচুরের ঘটনায় দু’বছরের জেল হার্দিক প্যাটেলের।

২০১৫ সালে গুজরাতে সংরক্ষণের দাবিতে চলা পতিদারদের বিক্ষোভের সময়, বিসনগরে এক বিজেপি বিধায়কের অফিস ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন আন্দোলনের প্রধান নেতা হার্দিক প্যাটেল। বুধবার, বিসনগরের স্থানীয় আদালত হার্দিককে এই ঘটনায় দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। হার্দিকের পাশাপাশি লালজি প্যাটেল ও একে প্যাটেল নামে আরও দুই আন্দোলনকারীকেও একই সাজা শুনিয়েছেন বিচারক। প্রত্যেককেই পঞ্চাশ হাজার টাকা করে জরিমানাও ধার্য করেছে আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালে পতিদারদের সংরক্ষণের দাবিতে উত্তাল হয় গুজরাত। সে সময় অভিযোগ ওঠে বিসনগরের বিজেপি বিধায়ক রুশিকেষ প্যাটেলের অফিসে হামলা চালায় প্রায় তিন থেকে পাঁচ হাজার আন্দোলনকারী। ঘটনায় হার্দিক প্যাটেলসহ ১৭ জনের বিরুদ্ধে দাঙ্গা লাগানো, চক্রান্তের অভিযোগ এনেছিল পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.