দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদীকে অভিনন্দন জানিয়ে ট্যুইট ইমরানের

লোকসভা ভোটে বিজেপির জয় স্পষ্ট হতেই, ভারত-পাক সম্পর্কের উন্নতির আশা করে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার বিকেলে উর্দু ও ইংরেজিতে দুটি ট্যুইট করেন পাক প্রধানমন্ত্রী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে অভিনন্দন জানিয়ে ইমরান খান ট্যুইটারে লেখেন, এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা। দক্ষিণ এশিয়ায় শান্তি, প্রগতি ও সমৃদ্ধির জন্য নরেন্দ্র মোদীর হাতে হাত মিলিয়ে কাজ করবেন তিনি, ট্যুইটে লেখেন পাক প্রধানমন্ত্রী।

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা বা বালাকোট এয়ার স্ট্রাইকের প্রেক্ষিতে দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও, ভারতে লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশের পর পাঙ্কিস্তানের প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে ভারত-পাকি সম্পর্কের উন্নতি হবে। ভোটের ফল বেরোতেই মোদীকে অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রী

Comments are closed.