৭০ নম্বরের পরীক্ষায় কেউ পেলেন ৭৪, কেউ ৭৩, আবার কেউ ৮৯, বিতর্কে এই বিশ্ববিদ্যালয়

৭০ নম্বরের পরীক্ষা। কেউ পেলেন ৭১, কেউ ৭৪, কেউ ৭৩ তো আবার কেউ পেলেন ৮৯। শুনতে অবাক লাগলেও এমন ফলাফল ঘোষণা হয়েছে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে। B.Com পরীক্ষার তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় এই ফল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও অবাক কাণ্ড এই যে ফলাফল নিয়ে পড়ুয়াদের দায়ী করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, গত বছর অগাস্ট মাসে ট্যুরিজম এজেন্সি বিষয়ের পরীক্ষায় বসেন প্রায় ৫০০ জন পড়ুয়া।

উত্তর দেওয়ার আগে পড়ুয়াদের বারবার প্রশ্নপত্রে দেওয়া নির্দেশিকা দেখে নিতে বলা হয়েছিল। যারা ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, তাঁদের সঙ্গেই নবীন পড়ুয়াদেরও পরীক্ষা নেওয়া হয়। কিন্তু, নবীন পড়ুয়ারা ৭০ নম্বরের বদলে ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে আসে। আর তাতেই হয় গন্ডগোল।

কয়েকদিন আগেই ঘোষণা হয় ফলাফল। তবে এই পরীক্ষার ফলাফল প্রত্যাহার করা হবে বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি ভুল শুধরে নিয়ে নতুন ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments are closed.