দেশে মোট সংক্রমণ ২ কোটি পার, মৃত্যু প্রায় সাড়ে ৩ হাজার

দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা ২ কোটি পেরিয়ে গেল। মঙ্গলবার ভারতে মোট কোভিড সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ডিসেম্বরে ১ কোটি পেরিয়েছিল। ৪ মাস পরেই মোট সংক্রমিত ২ কোটি পেরিয়ে গেল। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৪৯ জনের। এই নিয়ে দেশে ভারতে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারালেন মোট ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩ জন। অন্যদিকে বেড়েছে সুস্থতার হার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ৮৩৩ জন।

দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জন। ২৪ ঘণ্টায় দেশে ভ্যাকসিন নিয়েছেন ১৭ লক্ষ ৩৪ হাজার ৭১৪ জন।

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের। রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ১৫,৯৩৭ জন। একদিনের সংক্রমিতের নিরিখে কলকাতাকে ছাড়িয়ে গেছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনা সংক্রমিত ৩,৯৯০ জন, উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৩, ৯৬৫ জন, মৃত ২৩।

Comments are closed.