নাগরিকত্ব আইন কার্যকর হবেই, সুতরাং নাগরিকপঞ্জি-ও হবে, মন্তব্য বিজেপির কার্যনির্বাহী সভাপতি নাড্ডার

নাগরিকত্ব আইন কার্যকর হচ্ছে, সুতরাই এনআরসি-ও হবে, জানালেন বিজেপির কার্যনিবাহী সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। কেন্দ্রের নয়া আইনের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র হচ্ছে আন্দোলন। কেন্দ্রের পক্ষ থেকে নাগরিকত্ব আইন ও এনআরসি দুটি পৃঠক বিষয় বলে জানানো হলেও, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মতো বিরোধীদের দাবি, সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি আসলে একই মুদ্রার এ পিঠ-ও পিঠ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নাড্ডা মন্তব্য করেন, নাগরিকত্ব আইন প্রয়োগের পরই এনআরসি আনা হবে।
এদিন আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া শিখ শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির কার্যনিবাহী সভাপতি (J P Nadda)। বিজেপি সরকারের নতুন আইন অনুযায়ী ওই শিখ শরণার্থীরা এ দেশের নাগরিকত্ব পাবেন, তাঁদের এ ব্যাপারে নিশ্চয়তা দেন নাড্ডা। তাঁর অভিযোগ, বিজেপি বিরোধী দলগুলি ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য এই আইনের বিরোধিতা করছে। ভারতের তিনটি প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা যে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন, তা বিরোধীদের চোখে পড়ে না। বিজেপির শীর্ষ নেতার কথায়, যাঁরা নাগরিকত্ব আইনের প্রতিবাদ করছেন, তাঁদের নিজের চোখে গিয়ে দেখা উচিত, কতটা কষ্টে রয়েছেন এই শরণার্থীরা। এঁরা বিগত ২৮-৩০ বছর ধরে ভারতে আছেন, কিন্তু সন্তানদের স্কুলে ভর্তি করতে পারেন না। তাঁদের নাগরিকত্ব নেই বলে নিজেদের বাসস্থান গড়ার সুবিধা থেকেও বঞ্চিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে এবং ভবিষ্যতেও চলবে। সংশোধনী নাগরিকত্ব আইন প্রয়োগ হবেই, তারপর এনআরসি-ও হবে।

Comments are closed.