যন্তর-মন্তরে ধর্মবিদ্বেষী মন্তব্যের জেরে গ্রেফতার বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় সহ ৬ জন

যন্তর মন্তরে মুসলিম বিরোধী স্লোগান। গ্রেফতার করা হল বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় সহ ৬ জনকে। অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী। এছাড়াও বিনোদ শর্মা, দীপক সিংহ, বিনীত ক্রান্তি, প্রীত সিংহ, দীপক নামের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

যন্তর মন্তরে দিল্লি বিজেপির প্রাক্তন মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়ের নেতৃত্বে অভিন্ন দেওয়ানি বিধির দাবিতে বিক্ষোভে নেমেছিলেন একদল মানুষ। সেখানে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে একাধিক ধৰ্মবিদ্বেষী মন্তব্য শোনা যায়। ‘ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে’-র মতো স্লোগানও দেওয়া হয়। এরপর অশ্বিনী উপাধ্যায়কে সোমবার দিল্লির কনৌট প্লেস থানায় হাজিরা দিতে বলা হয়। এরপর রাতেই গ্রেফতার করা হয় অশ্বিনী সহ ৬ জনকে।

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে অশ্বিনী উপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, ভিডিওর সত্যতা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের। পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা।

Comments are closed.