ফেসবুক ফুয়েল ফর ইন্ডিয়া ২০২০ ভার্চুয়াল ইভেন্টে মার্ক জুকারবার্গের সঙ্গে আম্বানীর কথোপকথনে উঠে এলো বিশেষ কয়েকটি দিক। গত এপ্রিলেই ফেসবুক জিও প্ল্যাটফর্মে ৪৩,৫৭৪ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করে। পাশাপাশি, ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের কথাও বলেছেন জুকারবার্গ।
এই প্রসঙ্গে মঙ্গলবার আম্বানী বলেন, ভারতে আপনি আরও বেশি কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন৷ বিশ্বের বাকি দেশগুলি ভারতের এই নীতিগুলি থেকে নতুন কিছু শিখতে পারবে বলেই আমি আশা রাখি। এদিনের আলোচনায় ডিজিটাল ইন্ডিয়া নিয়েও আরও অনেক কথা হয়েছে বলে জানান আম্বানী। আম্বানী জানান, পাঁচ বছর আগে প্যানডেমিক এলে বিপর্যস্ত হোত ভারত। কিন্তু মোদী সরকাড়ের আমলে নেওয়া ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের জন্য এই প্যানডেমিকও ভারত কাটিয়ে উঠছে
Comments