বইমেলায় জেআইএস-এর স্টল প্রথম থেকেই জমজমাট

৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় একেবারে প্রথম থেকেই ভিড়ে জমজমাট জেআইএস গ্রুপ অফ ইনস্টিটিউটের স্টল। স্কুল-কলেজের পড়ুয়ারা নানা পাঠ্যক্রমের খোঁজ নিচ্ছে। স্টলে দেখা মিলছে কচিকাঁচাদেরও। বাবা-মায়ের হাত ধরে তারাও হাজির। জেআইএস-এর বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পাঠ্যক্রম পড়ানো হয়। কোন প্রতিষ্ঠানে কী কী পাঠ্যক্রম পড়ানো হয়, তার জন্য পুস্তিকা বা ব্রশিওর প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা সেই সব ব্রশিওর সংগ্রহ করছে। সংস্থার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের কলেজ প্রজেক্টের মডেল নিয়ে এসেছেন। সেগুলি দেখতেও ভিড় হচ্ছে ব্যাপক। জেআইএস গ্রুপের হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা বইমেলা উপলক্ষে আয়োজন করেছে একটি ফুড কার্নিভালের। নানা স্বাদের খাবার মিলছে সেখানে। অন্যদিকে রয়েছে কুইজ শো থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। কুইজ শো-তে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা থাকছে। সন্ধ্যে হলেই জেআইএসের ২৬০ নম্বর স্টলে কুইজ শো-তে ভিড় দেখা যাচ্ছে অল্পবয়স্কদের। এছাড়াও রয়েছে ফ্রি ডেন্টাল চেকআপের ব্যবস্থা। গুরু নানক ইন্সটিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চের ছাত্রছাত্রীরা সেই চেকআপের দায়িত্বে রয়েছেন। জেআইএস-এর এক কর্তা জানান, শুধু ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট নয়, বিসিএ ও ফার্মা কোর্স নিয়েও তথ্যের চাহিদা তুঙ্গে। স্টলে রয়েছেন জেআইএস গ্রুপের অভিজ্ঞ কাউন্সেলররা। তাঁরা অনবরত ছাত্রছাত্রীদের সঠিক কোর্সের সন্ধান দিয়ে চলেছেন।

Comments are closed.