জেএনইউইয়ের নাম হোক প্রধানমন্ত্রী মোদীর নামে, প্রস্তাব দিল্লির বিজেপি সাংসদের

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নাম রাখা হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে, এই দাবি তুললেন বিজেপি সাংসদ হংস রাজ হংস। শনিবার জেএনইউয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে এই দাবি তোলেন গায়ক তথা উত্তর-পশ্চিম দিল্লি কেন্দ্রের বিজেপি সাংসদ হংস রাজ হংস। তাঁর এই দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
জেএনইউয়ের অনুষ্ঠানে হংস রাজ হংস বলেন, ৩৭০ ধারা উঠে যাওয়ার পর কাশ্মীর প্রকৃত অর্থেই স্বর্গে পরিণত হবে। প্রার্থনা করি, কাশ্মীরে যেন আর হিংসা না হয়, সবাই ভালো থাকুন। এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান তিনি। এরপরই তিনি বলেন, এর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ প্রাপ্য। তাঁর নামে তো কিছু হওয়া উচিত। জেএনইউয়ের নাম হওয়া উচিত এমএনইউ।
প্রসঙ্গত, জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গত কয়েক বছরে বারবারই সমালোচনা করেছে কেন্দ্রের বিজেপি সরকারের। বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেছে খোদ প্রধানমন্ত্রীকে। এবার সেই বিশ্ববিদ্যালয়েরই নাম প্রধানমন্ত্রীর নামে করার জন্য বিজেপি সাংসদের যে প্রস্তাব তা নিয়েও শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Comments are closed.