গুলি, বোমা, কারফিউ, কাঠুয়ার মাঝে অন্য কাশ্মীর, ইউপিএসসি’তে সাফল্য দুই যুবকের

উপত্যকায় যখন সারাদিন গোলাগুলির শব্দ, সীমান্তে উত্তেজনা, কারফিউ, সরকারের ওপর চূড়ান্ত অনাস্থা। তার পাশাপাশি কাঠুয়ার ঘটনা কাশ্মীর নিয়ে দেশের মানুষের কাছে বিরূপ বার্তা দিচ্ছে। ঠিক এইরকম এক অস্থির সময়ে ইউপিএসসি পরীক্ষায় অভাবনীয় ফলাফল করে অশান্ত উপত্যকায় অনন্য নজির সৃষ্টি করলেন দুই কাশ্মীরি যুবক অভিষেক শর্মা ও আমির বশির। জন্মুর কিসওয়ার জেলার অভিষেক পেয়েছেন ৬৯ তম স্থান। প্রথম ১০০ জনের মেধা তালিকায় রয়েছেন তিনি। অন্যদিকে, কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধারের বাসিন্দা আমির পেয়েছেন ৮৪৩ তম স্থান।
শুক্রবার ইউপিএসসি ২০১৭ র ফলাফল প্রকাশিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। জম্মু-কাশীরের ছেলে-মেয়েদের কাছে তাঁর আবেদন, হাতে পাথর তুলে নিয়ে বিক্ষোভ নয়, বরং সর্বভারতীয় এই সব পরীক্ষায় সফল হয়ে রাজ্যের উন্নয়নে সামিল হোক রাজ্যের যুব সমাজ। অন্যদিকে, অন্য সফল পরিক্ষার্থী আমিরের কথায়, দ্বিতীয়বারের চেষ্টায় এই পরীক্ষায় সফল হলেন তিনি। নিজের র‍্যাঙ্কিং আরও উন্নত করার লক্ষ থেকেই তিনি পরীক্ষা দিয়েছিলেন। সাংবাদিকদের আমির আরও বলেন, ২০০৬ সালে তিনি বাবাকে হারিয়েছেন। মায়ের অনুপ্রেরণাতেই তাঁর এগিয়ে যাওয়া। প্রশিক্ষণ শেষ করে নিজের রাজ্যেই কোন প্রশাসনিক পদে যোগ দিতে চান তিনি। অভিষেক ও আমিরের এই সাফল্যের কাহিনী এখন উপত্যকাবাসীর মুখে মুখে ফিরছে। অনেকেই মনে করছেন, গুলি, বোমা, সীমান্তে সংঘর্ষ কিংবা কাঠুয়া নয়, গোটা দেশের কাছে জম্মু-কাশ্মীরের দৃষ্টান্ত হোক অভিষেক- আমিরের জোড়া সাফল্য।

Leave A Reply

Your email address will not be published.