কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিজয়নের, ১১ মুখ্যমন্ত্রীকে চিঠি

বিনামূল্যে ভ্যাকসিন এবং অন্যান্য একগুচ্ছ দাবি জানিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানালেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পশ্চিমবঙ্গ সহ ১১টি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন তিনি। ট্যুইট করে সেকথা জানান বিজয়ন। 

পশ্চিবঙ্গ সহ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ছত্রিশগড়, ওড়িশা, ঝাড়খন্ড, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান এবং মহারাষ্ট্র-এর মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন বিজয়ন। 

ট্যুইটে কেরলের মুখ্যমন্ত্রী লিখেছেন, ১১ জন মুখ্যমন্ত্রীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। এটা খুবই দুর্ভাগ্যের যে বিনামূল্যে টিকাকরণ, ভ্যাকসিনের যোগান নিশ্চিত করার মত দায়িত্বগুলি থেকে কেন্দ্র হাত গুটিয়ে নিচ্ছে।  

বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের কাছে তাঁর বার্তা, এই মুহূর্তে আমাদের দাবিদাওয়া নিয়ে এক হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, যাতে কেন্দ্র এখনই কোনও  পদক্ষেপ নিতে তৎপর হয়। 

মুখ্যমন্ত্রীদের লেখা চিঠিতে বিজয়ন দাবি করেছেন, এই সংকটের মুহূর্তে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলি মুনাফা খুঁজছে। অন্যদিকে রাজ্যের ভ্যাকসিন প্রয়োজন হলেও বিদেশি সংস্থাগুলি সরাসরি রাজ্যের সঙ্গে কোনরকম চুক্তি করতে রাজি নয়। 

ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে বিকেন্দ্রিকরণ নীতির কথা চিঠিতে উল্লেখ করেছেন বিজয়ন। তিনি বলেন,ভারতে এমন অনেক ঔষুধ প্রস্তুতকারক সংস্থা রয়েছে তারা ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম।  ভারত সরকারের উচিত এটি দেখা যে অন্যান্য নির্মার্তারা যেন পেটেন্ট রাইটসের সমস্যায় না পড়েন। 

রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি বলেন, রাজ্যগুলিকে এক হয়ে কেন্দ্রের কাছে দাবি জানাতে হবে যাতে আমরা প্রয়োজন মত ভ্যাকসিন কেন্দ্রের কাছে থেকে পাই, এবং বিন্যমূল্যে টিকাকরণ চালিয়ে যেতে পারি। 

চিঠিতে বিজয়ন আরও লেখেন দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলছে এই অবস্থায় রাজ্যগুলিকে ভ্যাকসিন যোগান দেওয়ার কর্তব্য থেকে কেন্দ্রের হাত তুলে নেওয়া দুর্ভাগ্যের। করোনার সেকেন্ড ওয়েভে নাজেহাল দেশ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে। এই অবস্থায় আমাদের সতর্কতা আরও বাড়াতে হবে। 

এদিন তিনি ট্যুইটের সঙ্গে প্রধানমন্ত্রীকে এই নিয়ে লেখা একটি চিঠিও পোস্ট করেন।        

Comments are closed.