কোভিড হানা চিড়িয়াখানায়, করোনায় মৃত চেন্নাইয়ের সিংহী, সংক্রমিত ৮ সিংহ

SARS-CoV2 এবার হানা দিয়েছে পশুর শরীরে। চেন্নাইয়ের আরিগনার আন্না জুলজিক্যাল পার্কে ৯ বছরের একটি সিংহীর মৃত্যু হয়েছে করোনা সংক্রমিত হয়ে। ওই পার্কের আরও ৮ টি সিংহ করোনা পজিটিভ।

নীলা নামে ওই সিংহীর কোনও কোভিড লক্ষণ ছিল না কিন্তু তার নাক দিয়ে ক্রমাগত জল পড়ছিল, যা এই প্রাণীদের জন্য ভালো নয়, জানিয়েছেন পার্কের এক আধিকারিক।

১১টি সিংহের করোনা পরীক্ষা করতে সোয়াব পাঠানো হয়েছিল। এদের মধ্যে ৫ জন নিজেদের ঘরেই থাকত, কিন্তু একজন সাফারি পার্কে ঘোরাঘুরি করত। যার মধ্যে কিছু লক্ষণ দেখা গেছে। ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি ডিসিস (NIHSAD) এ পাঠানো হয়েছে সোয়াব।

ইতিমধ্যেই সংক্রমিত সিংহদের সুস্থ করার কাজে নেমে পড়েছে তামিলনাড়ুর পশু ও পশুরোগ চিকিৎসা বিশ্ববিদ্যালয়। পার্কের তরফ থেকে বলা হয়েছে মৃত সিংহীর নমুনা ফের পাঠানো হবে পরীক্ষার জন্য। যদি রিপোর্ট নেগেটিভ আসে, তবে ধরে নিতে হবে অন্য কোনও রোগে মারা গেছে সে।

Comments are closed.