রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ; ট্যুইটে প্রধানমন্ত্রীকে একহাত নিলেন মমতা 

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে। শুক্রবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভার সচিবালয়। এই ঘটনায় এবার রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে মোদীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাহুলের পাশে দাঁড়িয়ে এদিন ট্যুইট করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। 

মমতা ব্যানার্জি এদিন ট্যুইটে বলেন, প্রধানমন্ত্রীর নতুন ভারতে বিরোধী নেতারাই আক্রমণের মূল লক্ষ্য হয়ে উঠছেন। ফৌজদারি মামলার ইতিহাস থাকা সত্ত্বেও বিজেপি নেতাদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে। সেখানে শুধুমাত্র বক্তব্য রাখার জন্য বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে। গণতন্ত্রের নতুন অবননের স্বাক্ষী থাকলাম আজ আমরা। 

রাহুল গান্ধীর নাম উল্লেখ না করলেও এদিন ট্যুইটে সরব হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। ট্যুইটে তৃণমূল সাংসদের খোঁচা, গণতান্ত্রিক ভারত এখন অলীক কল্পনা।

Comments are closed.