বিরোধী নেতৃত্বকে হুমকি দিচ্ছেন মোদি, রাষ্ট্রপতির কাছে নালিশ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের

নজিরবিহীনভাবে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে লেখা এক চিঠিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অভিযোগ করেছেন, বিরোধী নেতৃত্বকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রমাগত অন্যায্য শব্দের প্রয়োগ করে চলেছেন।

চলতি মাসের ৬ তারিখ কর্নাটকের হুবলিতে এক নির্বাচনী জনসভা থেকে বিরোধী কংগ্রেস নেতৃত্বকে সীমা লঙ্ঘন না করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, সীমা লঙ্ঘন করলে তার ফল ভুগতে হবে কংগ্রেস নেতাদের। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে, নরেন্দ্র মোদির এই বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে মনমোহন লিখেছেন, বর্তমান প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলছেন তা প্রধানমন্ত্রীর মতো পদে থাকা একজন ব্যক্তিকে শোভা দেয় না। প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে সতর্ক করার পরামর্শও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.