চুক্তির মেয়াদ বাড়াতে চাননা, চলতি মরশুমে PSG ছাড়ছেন মেসি!

ফের মেসি পিএসজি সম্পর্ক নিয়ে নানান জল্পনা ফুটবল মহলে। প্যারিসের কয়েকটি সংবাদ সংস্থার খবর, পিএসজি’র সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন লিও মেসি। চলতি মরশুমেই মেসির সঙ্গে প্যারিসের ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বলে খবর। 

সৌদি আরবের ক্লাবের জার্সিতে দেখা গেলেও পিএসজির শেষ ম্যাচে মেসিকে দেখা যায়নি। যদিও পিএসজি’র কোচের দাবি, ম্যাচটি ততটা গুরুত্বপূর্ণ না হওয়ায় লিওকে ছুটি দেওয়া হয়েছে। যদিও ওই সংবাদ সংস্থার খবর, পিএসজি’র সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়ে যেতে আগ্রহী নন লিও। 

এ খবর প্রকাশ্যে আসার পর আরও একটি জল্পনা দানা বেঁধেছে। লিও’র  পরবর্তী গন্তব্য তাহলে কোন ক্লাব? অনেকের মতে ফুটবল বিশ্বকে চমকে নিজের পুরোনো ক্লাব বার্সেলোনাতে ফিরে যেতে পারেন লিও। এছাড়াও ইউরোপের কয়েকটি ক্লাবের সঙ্গে তাঁর কথা হচ্ছে বলে জল্পনা ছড়িয়েছে। এর মাঝেই একাংশের দাবি, সৌদির ক্লাব আল হিলাল রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে ৩৫ বছরের লিও’কে। রোনাল্ডোর মতো মেসিও যদি ইউরোপ থেকে এশিয়ায় পাড়ি দেন, আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। 

তবে ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে, একজন খেলোয়াড় হিসেবে মেসি সব কিছুই অর্জন করেছেন। কাতারে বিশ্বকাপেও তাঁর ম্যাজিক মুগ্ধ করেছে গোটা বিশ্বের ক্রীড়া প্রেমীদের। এখনও নিজের কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন লিও। সেদিক থেকে তাঁর এশিয়ার কোনও ক্লাবে খেলার সম্ভবনা খুব কম। সেদিক থেকে পারিশ্রমিক কিছুটা কমলেও মেসিকে ইউরোপের কোনও ক্লাবেরই জার্সি গায়ে দেখা যেতে পারে। 

Comments are closed.