উধাও শীত, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে

দক্ষিণবঙ্গে আর শীত ফেরার সম্ভাবনা নেই। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সরস্বতী পুজো গরমেই কাটাতে হয়েছে। দিনের তাপমাত্রার নিরিখে গত ১৯ বছরের মধ্যে বৃহস্পতিবার উষ্ণতম সরস্বতী পুজো ছিল। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, উত্তরবঙ্গেও তাপমাত্রাও বাড়বে।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।আগামী ২৪ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানা গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ আগামী কয়েকদিন থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝাই রাজ্যে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে পূর্ব ভারতের দিকে। এর ঠিক পেছনেই আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝার উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আছে দুটি ঘূর্ণাবর্ত। একটি রাজস্থান ও সংলগ্ন এলাকায়। অপরটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ।

Comments are closed.