মোদীকে খুনের ছক, চার্জশিট পেশ দুই আইসিস জঙ্গির বিরুদ্ধে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রে দুজন আইসিস সন্ত্রাসবাদীর বিরুদ্ধে গুজরাতের আঙ্কেলেশ্বর কোর্টে চার্জশিট জমা দিল গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। গত বছর গুজরাতে বিধানসভা ভোটের আগে মোদীকে খুনের ছক করার পাশাপাশি দেশের কয়েকটি জায়গায় তারা নাশকতার ছক করেছিল বলেও জানানো হয়েছিল এটিএসের পক্ষ থেকে। সেই সময়ই উবেইদ মির্জা এবং কাশিম স্তিম্বারওয়ালা নামে এই দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার তাদের দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় এটিএস। এটিএস সূত্রে জানানো হয়েছে, ধৃত দুই জঙ্গি উবেইদ মির্জা এবং কাশিম স্তিম্বারওয়ালা সুরাতের বাসিন্দা। মির্জা পেশায় আইনজীবী এবং কাশিম গুজরাতের সর্দার প্যাটেল হার্ট ইন্সষ্টিটিউট একজন ল্যাব সহকারী হিসেবে কাজ করত। এটিএস আদালতে জানিয়েছে, গত বছর ২৫ অক্টোবরে গ্রেফতার হওয়ার সপ্তাহ তিনেক আগে কাশিম হাসপাতালের চাকরি ছেড়ে দেয়। তারপর জামাইকায় একটি সংস্থায় যোগ দেওয়ার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করে সে। দু’বছরের জন্য ওয়ার্ক পারমিট পেয়েও যায়। এটিএস তদন্তে জানতে পেরেছে, গুজরাতের জেহাদি নেতা শেখ আবদুল্লা আল ফয়সল এর সঙ্গে সাক্ষাৎ করতে জামাইকায় পালিয়ে যাওয়ার ছক কষেছিল সে। ফোনের সূত্র ধরে এটিএস প্রধানমন্ত্রীকে খুনের চক্রান্তের কথা জানতে পারে। ধৃত জঙ্গিদের মোবাইল ফোনের কল ডিটেল ইন্টারসেপ্ট করে জানা যায়, তারা প্রধানমন্ত্রীকে খুনের এবং অন্য নাশকতার ছক করছে। শুধু গুজরাতই নয়, মুম্বইয়েও ইহুদিদের ওপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল তারা। এটিএস জানিয়েছে, এর আগে মুখ্যমন্ত্রী থাকার সময়েও নরেন্দ্র মোদীকে একাধিকবার খুনের চক্রান্ত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.