চট্টগ্রামে অনুষ্ঠিত হতে চলা শেখ কামাল কাপে রবিবার অভিযান শুরু করছে মোহনবাগান। প্রথম ম্যাচেই তাদের সামনে অচেনা প্রতিপক্ষ ইয়ং এলিফ্যান্ট এফসি। লাওসের এই দল নিয়ে অবশ্য পড়াশোনা শুরু করে দিয়েছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। ইতিমধ্যেই প্রতিপক্ষের ভিডিও দেখে নিজেদের ছক তৈরি করে ফেলেছেন মোহনবাগান কোচ। তিনি বলেছেন, প্রতিপক্ষ দল এমন ৪-৫ জন ফুটবলার আছে যারা যে কোনও মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন। তাই সেদিকে নজর দিয়েই ম্যাচ জয়ের চেষ্টা করবেন মোহনবাগান কোচ।
শুক্রবার থেকেই চট্টগ্রামে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান। ভিসা সমস্যা কাটিয়ে পৌঁছে গেছেন দলের স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরোও। আই লিগের আগে এই প্রতিযোগিতায় প্রথম একাদশে ৫ জন বিদেশি খেলাতে পারবেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। তাই এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় কঠিন প্রতিপক্ষের সামনে দলকে যাচাই করে নেওয়ার সুবর্ণ সুযোগ তাঁর সামনে। এই প্রতিযোগিতায় মাঠে নামার আগে কিবু বলছেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাঠে নামার জন্য আমরা মুখিয়ে আছি। প্রতিটি বিদেশি দল বেশ ভালো মানের। প্রতিটি ম্যাচ আমাদের কাছে কঠিন হতে চলেছে। রবিবার জয় দিয়েই আমরা অভিযান শুরু করতে চাইছি। আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। কারণ চাম্পিয়ন হতে পারলে আই লিগের আগে আত্মবিশ্বাস পাবে ফুটবলাররা।’ডুরান্ড এবং কলকাতা লিগে ভালো পারফর্ম করলেও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহনবাগান। এখন দেখার আই লিগের আগে মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলতে পারে কিনা সবুজ-মেরুন ব্রিগেড।