আজ লিগের ম্যাচে ঘরের দল ভবানীপুরই চিন্তা মোহনবাগানের, লিগ তালিকায় সাত নম্বরে সবুজমেরুন

কলকাতা ময়দানে ভবানীপুর ক্লাবকে মোহনবাগানের ঘরের ক্লাব বলা হয়। কারণ ভবানীপুর ক্লাবের মালিক মোহনবাগানের শীর্ষকর্তা। আর ঘরের ক্লাবের বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে খেলতে নামছে মোহনবাগান। কল্যাণীতে এই ম্যাচ শুরু দুপুর ৩টের সময়। এই ম্যাচে খেলতে নামার আগে মোহনবাগানের থেকে অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে ভবানীপুর। লিগ তালিকায় শীর্ষে রয়েছে তারা। আর উল্টো দিকে মোহনবাগান আছে লিগ তালিকায় সপ্তম স্থানে।
তবে লিগ তালিকা যাই বলুক, মোহনবাগান ধারে-ভারে বেশ কিছুটা এগিয়ে আছে ভবানীপুরের থেকে। শেষ বড় ম্যাচে জিততে না পারলেও উজ্জীবিত পারফরম্যান্স করেছেন মোহনবাগান ফুটবলাররা। লিগের বাকি ম্যাচগুলোয় এই পারফরমেন্সই ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে কিবু ভিকুনার দলকে। ভবানীপুরের বিরুদ্ধে নামার আগে অবশ্য চোট সমস্যায় ভুগছে মোহনবাগান। চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার আশুতোষ মেহতা এবং সুহের। তবে এই নিয়ে ভাবতে নারাজ স্প্যানিশ কোচ। যাঁরা আছেন, তাঁদের নিয়েই তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাতে চান তিনি।
মোহনবাগান কোচ বলছেন, ‘লিগ তালিকার শীর্ষে থাকা দলের কাছাকাছি পৌঁছানোই লক্ষ্য আমাদের। যে কোনও মূল্যে আমাদের ৩ পয়েন্ট প্রয়োজন। আমি জানি ভবানীপুরের কোচ গতবছর মোহনবাগান দলের দায়িত্বে ছিলেন। খুবই অভিজ্ঞ কোচ।’
আবার পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামার আগে ভবানীপুরের কোচ শঙ্করলাল চক্রবর্তী বলছেন, ‘মোহনবাগান যেভাবে মরসুম শুরু করেছিল, আর এখন যেমন খেলছে, অনেকটা তফাৎ। বড় ম্যাচে ওরা খুব আক্রমনাত্মক ফুটবল খেলেছে। আমাদের কাছে খুব শক্ত ম্যাচ।’

Comments are closed.