কেন্দ্রের ঢাল মুকেশ আম্বানী: দাবি করলেন, দেশের আর্থিক মন্দা ক্ষণস্থায়ী

দেশজুড়ে আর্থিক মন্দার সময় সরকারের ঢাল হয়ে দাঁড়ালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানী। ভারত তথা এশিয়ার ধনী ব্যক্তি জানালেন, ভারতের বর্তমান মন্দা ক্ষণস্থায়ী। মোদী সরকারের সংস্কারের ফল কিছুদিনের মধ্যেই হাতেনাতে মিলবে বলে দাবি করেন মুকেশ আম্বানী। তাঁর দাবি, দেশের অর্থনীতি ঝিমিয়ে পড়েছে কিছু বৈদিশিক কারণে, আগামী এক দশকে দেশের অর্থনীতি ভালো জায়গা যাওয়ার অনেক কারণ রয়েছে বলে আশাবাদী মুকেশ আম্বানী। দেশ-বিদেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা যখন ভারতের আর্থিক মন্দা নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন, তখন কীসের ভিত্তিতে আম্বানী এই ভবিষ্যৎ বাণী করলেন, বুঝে ওঠা যাচ্ছে না।
শুক্রবার সেনসেক্স নেমেছে প্রায় পাঁচ মাসের সর্বনিম্ন অঙ্কে, দেশের আর্থিক বৃদ্ধির হার অক্টোবর- ডিসেম্বর ত্রৈমাসিকে নেমে গিয়েছে ৪.৭ শতাংশে, যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব আরও মারাত্মক আকার নিলে ফের মন্দার মুখে পড়বে বিশ্ব অর্থনীতি, এমনই আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। এদিকে শুক্রবার মুকেশ আম্বানীর রিলায়েন্সের শেয়ার সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন ৫৩ হাজার ৭০৬.৪০ কোটি টাকায় নেমে এসেছে। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর পরেছে ২.৮ শতাংশ। তারপরেও অবশ্য ভেঙে পড়ছেন না মুকেশ আম্বানী। বরং অনেকটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সুরেই তিনি জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই সরকারি সংস্কারের ফল মিলবে। করোনাভাইরাসের প্রভাব সহ একাধিক কারণে দেশের আর্থিক বৃদ্ধির হার তলানিতেই থাকার আশঙ্কা প্রকাশ করেছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তবে মুকেশ আম্বানী ঠিক উল্টোটাই মনে করছেন। তাঁর দাবি, গত কয়েক মাসে সরকারের তরফে যে সংস্কার আনা হয়েছে আগামী ত্রৈমাসিকেই তার সুষ্ঠু ফলাফল মিলবে। মুকেশ আম্বানীর কথায়, আমি একপ্রকার নিশ্চিত যে আগামী ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি বাড়বেই।

Comments are closed.