স্বাধীনতার ৭৫-এ নয়া উদ্যোগ কেন্দ্রের, ডাকঘর থেকে বিক্রি হবে জাতীয় পতাকা

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ডাকঘর থেকে বিক্রি করা হবে জাতীয় পতাকা। ১ অগাস্ট থেকে এই কাজ শুরু করবে কেন্দ্র। বুধবার কেন্দ্রের তরফ থেকে একথা জানানো হয়েছে। জানা গিয়েছে, গোটা দেশের ১.৬ লক্ষ পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিক্রির কাজ করা হবে। আগামী ১ অগস্ট থেকে বিক্রি করা হবে জাতীয় পতাকা। এই কাজে সাহায্য করবে পতাকা উৎপাদন সংস্থাগুলি এবং স্বনির্ভর গোষ্ঠী।

এছাড়া ১৩ অগাস্ট থেকে দেশের সব রাজ্যের স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রেশন দোকানে জাতীয় পতাকা বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, ‘হর ঘর তিরাঙ্গা’ কর্মসূচী পালন করা হবে। ২ দিন দেশের ২০ কোটি বাড়িতে তেরঙ্গা তোলা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে এই কর্মসূচীতে ১৩ থেকে ১৫ অগস্টের মধ্যে সকল দেশবাসীকে বাড়িতে বাড়িতে পতাকা তোলার আহ্বান করেছিলেন। এরফলে জাতীয় পতাকার প্রতি আমাদের সম্মান আরও বাড়বে বলে জানিয়েছিলেন মোদী। আর এবার জানা গেল, স্বাধীনতার ৭৫ উপলক্ষ্যে ডাকঘর থেকে বিক্রি করা হবে জাতীয় পতাকা। উল্লেখ্য, দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একবছর ধরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচী পালনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । সারা দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ কর্মসূচী পালন করা হচ্ছে।

Comments are closed.