মাঝ সমুদ্রে ভেঙে পড়ল নৌ সেনার মিগ যুদ্ধ বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

গোয়ার সমুদ্রে ভেঙে পড়ল মিগ-২৯ কে। অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট। দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে নৌ সেনা। নৌ বাহিনীর তরফে জানানো হয়েছে, রুটিন টহলের জন্য গোয়ার সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিল মিগ-২৯ কে যুদ্ধ বিমান। সেইসময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়ে সেটি। পাইলটকে দ্রুত বের করে আনা হয়। পাইলটের অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে নৌ বাহিনীর তরফে।

নৌ বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, বিমানটি ঘাঁটিতে ফেরার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়ে। রাশিয়ান মহাকাশ সংস্থা মিকোয়ান (MiG) তৈরি করেছে এই যুদ্ধ বিমান। এর আগে ২০২০ সালের নভেম্বরে একটি মিগ-২৯ কে বিমান আরব সাগরে গোয়ার উপকূলে ভেঙে পড়েছিল। ২০১৯ সালে নভেম্বর মাসেও গোয়াতেই মিগ-২৯ কে টুইন সিট যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল। পাইলট প্রাণে রক্ষা পেয়েছিলেন। ২০২০ সালেই ২৩ ফেব্রুয়ারি INS Hansa থেকে ওড়ার পর গোয়ার উপকূলেই ভেঙে পড়ে। চলতি বছর ২৯ জুলাই মিগ ২১ বিমান ধ্বংসে মৃত্যু হয় পাইলটের। ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান ২৯ শে জুলাই রাজস্থানের বারমেরে একটি ট্রেনিং চলাকালীন সময়ে ভেঙে পড়ে।

Comments are closed.