মূর্তি ভেঙেছে তৃণমূল, একই জায়গায় বিদ্যাসাগরের পঞ্চধাতুর বিশাল মূর্তি, ঘোষণা মোদীর, চরম মিথ্যাবাদী, পাল্টা তৃণমূল

মূর্তি ভাঙা নিয়ে বুধবার রাজ্যে জনসভা করতে এসেও তেমন কোনও মন্তব্য করেননি নরেন্দ্র মোদী। কিন্তু বৃহস্পতিবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে সেই মোদীই দিলেন নতুন প্রতিশ্রুতি। বাংলায় নয়, উত্তর প্রদেশের মউতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর ঘোষণা, কলকাতার বিদ্যাসাগর কলেজের ওই একই জায়গায় পঞ্চধাতু দিয়ে তৈরি হবে বিদ্যাসাগরের নতুন সুরম্য মূর্তি। পাশাপাশি মূর্তি ভাঙার দায় ঝেড়ে ফের অভিযোগ করলেন, মূর্তি ভেঙেছে তৃণমূলই।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের মউয়ের জনসভায় নরেন্দ্র মোদী মন্তব্য করেন, অমিত শাহের রোড শো ঘিরে তৃণমূলের গুণ্ডামি দেখে ফেলেছে সারাদেশ। যে তৃণমূল কর্মীরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন তাদের কড়া শাস্তি হওয়া উচিত, বলে মন্তব্য করেন মোদী। তিনি আরও বলেন, বিদ্যাসাগরের দর্শনের প্রতি শ্রদ্ধাশীল তাঁরা, তাই একই জায়গায় বিদ্যাসাগরের পঞ্চধাতুর বিশাল মূর্তি তৈরি করে দেবেন তাঁরা।
মঙ্গলবার কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের প্রথম রোড শো ঘিরে বেনজির গণ্ডগোলে জড়ায় বিজেপি-তৃণমূল। বিদ্যাসাগর কলেজের ভেতরে থাকা বাংলার নবজাগরণের প্রাণপুরুষ বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বুধবার রাজ্যে সভা করতে এসে অমিত শাহের রোড শোয় গণ্ডগোলের জন্য তৃণমূলকে দুষলেও, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়ে উচ্চবাচ্য করেননি প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার যখন শেষ দফায় বাংলায় প্রচার করতে আসছেন, তার আগে উত্তর প্রদেশ থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়ে মুখ খুললেন মোদী। মূর্তি ভাঙার দায় তৃণমূলের উপর চাপিয়ে তাঁর মন্তব্য, একই জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশাল মূর্তি তৈরি করবেন তাঁরা। তা তৈরি হবে পঞ্চধাতু দিয়ে।
মোদীর মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে ট্যুইটারে তুলে ধরে তাঁকে চরম মিথ্যাবাদী বলে মন্তব্য করেন।

Comments are closed.