ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট থাকলেই কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট, চালু নয়া নিয়ম

দেশ জুড়ে করোনা তৃতীয় ঢেউ। একদিনে সংক্রমিতের সংখ্যা ১ লক্ষাধিক। করোনার সুনামিতে বড় সিদ্ধান্ত নিল দক্ষিণ রেলওয়ে। শনিবার জানানো হয়েছে, ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট দেখালেই লোকাল ট্রেনের টিকিট পাওয়া যাবে। তবে এই নিয়ম চালু হয়েছে চেন্নাইয়ে।

জানা গিয়েছে, জানুয়ারি মাসের ১০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। দক্ষিণ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপট কমতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি নিত্যযাত্রীদের জন্যও লাগু এই নিয়ম।

উল্লেখ্য, করোনা সংক্রমণ সবথেকে বেশি মহারাষ্ট্রে। এরপরেই আছে বাংলা। বাংলায় একদিনে সংকর্মিতের সংখ্যা ১৮ হাজারের বেশি। তবে পিছিয়ে নেই তামিলনাড়ুও। সেই রাজ্যে শুক্রবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৯৮১ জন। শুধুমাত্র চেন্নাইতেই সংক্রমিত ৪,৫৩১ জন। ওই রাজ্যে ওমিক্রনে আক্রান্ত ১২১ জন। তাই রেলের এই সিদ্ধান্তে খুশি তামিলবাসীও।

Comments are closed.