ভর্তুকি উঠে গেল কেরোসিনে, আরও বিপাকে মধ্যবিত্ত

বাংলায় লিটার প্রতি কেরোসিনের দাম হয়েছে ৩৬.১২ টাকা

এতদিন ছিল শুধু পেট্রল-ডিজেল। এবার সেই তালিকায় নাম তুলে ফেলল কেরোসিনও। মে মাস থেকে সম্পূর্ণ ভর্তুকি উঠে যাচ্ছে গরিবের জ্বালানি কেরোসিনের উপর থেকে। এর ফলে একমাত্র রান্নার গ্যাসের উপর সরকারি ভর্তুকি অবশিষ্ট রইল। 

২০২১-২২ সালের বাজেটে কেরোসিনে ভর্তুকি দেওয়ার জন্য ১ টাকাও বরাদ্দ করেনি মোদী সরকার। এর জেরে কেরোসিন তেলের দাম বৃদ্ধি পাবে বলে আশঙ্কায় মানুষ। 

২০১০ সালে মনমোহন সরকার পেট্রলের উপর সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়েছিল। ২০১৪ সালে ডিজেলের উপর নিয়ন্ত্রণ তুলে নেয় সরকার। তারপর থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গেই দেশে ওঠা নামা করে পেট্রোল-ডিজেলের দাম। কিন্তু রেশন দোকানের মাধ্যমে কেরোসিন সরকারি ভর্তুকি দিয়ে অনেক কম দামে দেওয়া হতো। ভর্তুকি উঠে যাওয়ায় দাম বৃদ্ধি পাবে কেরোসিনের। 

মার্চে শেষ হচ্ছে যে অর্থবর্ষ তাতে কেন্দ্রীয় সরকার ২৬৭৭.৩২ কোটি টাকা ভর্তুকি হিসেবে বরাদ্দ হয়েছিল। ২০২১-২২ অর্থবর্ষে ১ টাকাও বরাদ্দ হয়নি। এখন একমাত্র রান্নার গ্যাসের উপর সরকারি ভর্তুকি রইল। তবে বর্তমান অর্থবর্ষের তুলনায় গ্যাসের ভর্তুকি অর্ধেক হয়েছে। বাংলায় লিটার প্রতি কেরোসিনের দাম হয়েছে ৩৬.১২ টাকা।

Comments are closed.