ফের চাকরিতে কোপ, বিপুল আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে ১,৪০০ কর্মী ছাঁটাইয়ের পথে অ্যাপ ক্যাব সংস্থা ওলা

এখন করোনা আতঙ্কের মধ্যে মানুষকে তাড়া করে বেড়াচ্ছে গ্রাসাচ্ছাদনের চিন্তা। আগামীকাল চাকরি থাকবে তো? সবাই এখন এই দুশ্চিন্তায় ভুগছেন। ক’দিন আগেই মার্কিন মুলুকে তিন মিনিটের ভিডিও কলে উবরের ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করে ফেলা হয়েছে। ঠিক তার পরপরই শোনা যায় শোনা যায় অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটো এবং সুইগি কয়েক হাজারেরও বেশি কর্মী বরখাস্ত করেছে। সেই তালিকায় নতুন সংযোজন ওলা (Ola)।
অ্যাপ ক্যাব সংস্থা ওলার সিইও ভবীশ আগরওয়াল জানান, করোনার জেরে গত দু’মাসে ৯৫ শতাংশ নেমে গিয়েছে সংস্থার রাজস্ব। সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানি থেকে ১,৪০০ কর্মীকে সরিয়ে ফেলার। ওই চিঠিতে সিইও লিখেছেন, ‘দুর্ভাগ্যবশতঃ আমাদের সবার উপরই প্রভাব ফেলেছে করোনা। অদূর ভবিষ্যতে করোনা পূর্ববর্তী অবস্থায় আমাদের ফেরা সম্ভব নয়।’ তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে এই ১,৪০০ কর্মীদের বরখাস্ত করা হবে। বরখাস্ত হওয়া কর্মীদের আগামী তিন মাসের বেতন দেওয়া হবে। পাশাপাশি, চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির দেওয়া ২ লক্ষ টাকার মেডিকেল, জীবন বিমা এবং দুর্ঘটনাজনিত বিমা ব্যবহার করতে পারবেন তাঁরা।

 

Comments are closed.