গুলিবিদ্ধ আরও এক ভারতীয় পড়ুয়া, ইউক্রেন নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে 

দূতাবাসের নির্দেশ পেয়ে রীতিমতো প্রাণ হাতে নিয়ে কিয়েভ ছাড়ছিলেন। লক্ষ্য ছিল কোনওভাবে পোল্যান্ডে পৌঁছে ভারতে ফেরার বিমান ধরবেন। কিন্তু আশঙ্কাই সত্যি হল, মাঝ রাস্তাতেই গুলিবিদ্ধ হলেন ভারতীয় পড়ুয়া। রাস্তা থেকে ওই পড়ুয়াকে ফিরিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত আশঙ্কাজনক অবস্থায় ইউক্রেনের একটি হাসপাতালে ভর্তি তিনি। 

শুক্রবার এই খবর দেন অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী ভিকে সিংহ। যদিও এখনও ওই পড়ুয়ার নাম, ঠিকানা জানা যায়নি। ভিকে সিংহ বলেন, খবর পেলাম আরও এক ভারতীয় পড়ুয়া গুলিবিদ্ধ হিয়েছেন। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা আশা করছি এরকম কোনও ঘটনা আর হবে না। তার আগেই দ্রুত ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। 

এদিকে ইউক্রেন ফেরত অনেক পড়ুয়াই ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অভিযোগ, ইউক্রেন ছাড়ার পথে দীর্ঘ রাস্তায় দূতাবাস থেকে তাঁরা কোনও সাহায্য পাননি। বর্ডার পেরোনোর পর ভারতীয় বিমান পাওয়া যাচ্ছে। অনেকেই সীমান্তে পৌঁছতে না পেরে ইউক্রেনেই আটকে রয়েছেন বলে দাবি ওই পড়ুয়াদের। 

যদিও এদিন কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে অপারেশন গঙ্গার মাধ্যমে আটক পড়ুয়াদের মধ্যে প্রায় ৮০%-কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। 

Comments are closed.