পেহলু খান গণপিটুনি মামলায় বেকসুর খালাস ৬ অভিযুক্ত, উচ্চ আদালতের দ্বারস্থ হবেন, জানালেন আইনজীবী

রাজস্থানের অলওয়াড়ে পেহলু খান গণপিটুনির মামলায় অভিযুক্ত ৬ জনকেই বেকসুর খালাস করার নির্দেশ দিল রাজস্থানের এক আদালত। পেহলু খানের পরিবারের তরফে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানা গিয়েছে। বুধবার রাজস্থানের একটি আদালতে পেহলু খান গণপিটুনি মামলার রায় দেওয়ার কথা ছিল। সেই উপলক্ষ্যে আদালত চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ৬ অভিযুক্তকেই অলওয়াড়ের আদালতে পেশ করা হয়েছিল। ঘটনায় অভিযুক্ত বাকি ৩ জনের পৃথকভাবে জুভেনাইল কোর্টে বিচার চলছে।

পেহলু খানের পরিবারের আইনজীবী কাসিম খান জানিয়েছেন, পেহলু খানকে হত্যার মামলায় অভিযুক্ত ৬ জনকেই আদালত বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে।

গরু পাচারের অভিযোগে ২০১৭ সালের ১ লা এপ্রিল অলওয়াড়ে পেহলু খান এবং তাঁর সন্তানদের উপর চড়াও হয় গোরক্ষকরা। বেধড়ক মারধর করা হয় তাঁদের। ঘটনার দু’দিন পর হাসপাতালে মৃত্যু হয় পেশায় গোয়ালা পেহলু খানের। গোটা ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয় দেশে। যদিও রায় দেওয়ার সময় আদালত জানায় সেই ভিডিও ফুটেজকে গ্রহণযোগ্য তথ্য প্রমাণ হিসেবে ধরা হয়নি।

Comments are closed.