ঢেউয়ে ঢেউয়ে তুলনা PK’র, কমন কী? সরকারের অদূরদর্শিতা! মোদীকে পরপর খোঁচা

টিকাকরণ নিয়ে কেন্দ্রের পরিকল্পনা অস্বচ্ছ, অভিযোগ বিরোধীদের

কেন্দ্রীয় সরকারের কোভিড ম্যানেজমেন্ট নিয়ে ফের ট্যুইটে সরব প্রশান্ত কিশোর। শনিবার নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি হ্যাশট্যাগ কোভিড ইন্ডিয়া দিয়ে একটি ট্যুইট করেন।
প্রথম এবং দ্বিতীয় ওয়েভ পয়েন্ট করে পিকে লেখেন,
ফার্স্ট ওয়েভে কোভিডের জেরে যত না সাধারণ মানুষ কষ্ট পেয়েছেন তার থেকে বেশি কষ্ট কেন্দ্রের সম্পূর্ণ অপরিকল্পিত লকডাউনের জেরে।
দ্বিতীয় ওয়েভের ক্ষেত্রে অক্সিজেন, বেড, ঔষুধের অভাবে করোনার থেকে বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন।

ট্যুইটে পিকের প্রশ্ন, এই দুই ঢেউয়ে কমন কী? সরকারের অদূরদর্শিতা এবং অব্যবস্থা! লিখেছেন ট্যুইটে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। রাজধানীতে অক্সিজেনের অভাবে রুগীরা মারা যাচ্ছেন। টিকাকরণ নিয়েও কেন্দ্রের পরিকল্পনা অস্বচ্ছ, অভিযোগ বিরোধীদের।
এর আগেও কয়েকবার ট্যুইটে কেন্দ্রের কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছিলেন পিকে। দ্বিতীয় ঢেউ চলাকালীন ফের একবার তাঁকে সরব হতে দেখা গেল। ভোট কুশলীর সাফ অভিযোগ, ভাইরাসের থেকেও দেশবাসী বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য।

Comments are closed.