মুম্বইয়ে ভেঙে পড়ল চাটার্ড বিমান, মৃত কমপক্ষে ৫। দেখুন ভিডিও।

বৃহস্পতিবার ভরদুপুরে মুম্বইয়ে ভেঙে পড়ল একটি চাটার্ড বিমান। ঘাটকোপাড়ের কাছে একটি নির্মীয়মাণ আবাসনের কাছে এই বিমানটি ভেঙে পড়ে বলে জানা গেছে। চাটার্ড বিমানটি যখন মুম্বইয়ের আকাশে ভেঙে পড়ে, সেসময় প্লেনটিতে দু’জন পাইলট এবং দু’জন ইঞ্জিনিয়ার ছিলেন। দুর্ঘটনায় এঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে মাটিতে দাঁড়িয়ে থাকা আরও এক ব্যক্তিরও। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে এই ছোট বিমানটিতে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরীক্ষামূলক উড়ানের জন্য জুহু থেকে আকাশে উড়েছিল বিমানটি।
জানা গেছে, বেঞ্চক্রেফট কিং এয়ার সি ৯০ টার্বোপ্রোপ নামের এই ১২ আসনের ছোট বিমানটি আগে উত্তরপ্রদেশ সরকারের মালিকানাধীন ছিল। ২০১৪ সালে মুম্বইয়ের একটি বিমান সংস্থার কাছে সেটি বিক্রি করা হয়। ঘটনায় নিহতদের উদ্দেশ্যে শোকবার্তা পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Leave A Reply

Your email address will not be published.