ভুয়ো খবর প্রকাশ করে কর্ণাটকে ফের গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ পোস্টকার্ড নিউজের কর্ণধার

ভুয়ো খবর প্রকাশের অভিযোগে ফের গ্রেফতার হলেন ‘PostCard’ নিউজ পোর্টালের মালিক মহেশ বিক্রম হেগড়ে। সূত্রের খবর, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এম বি পাটিলের অভিযোগের ভিত্তিতে বুধবার কর্ণাটকের কোদাগুতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়, মহেশ বিক্রম হেগড়েকে সিআইডি আটক করে এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়। হেগড়ে ও তাঁর নিউজ পোর্টালের বিরুদ্ধে অভিযোগ, একটি ভুয়ো চিঠিকে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এম বি পাটিলের লেখা বলে দাবি করে পোর্টালে প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনে দাবি করা হয়, কর্ণাটকের লিঙ্গায়ত ইস্যু নিয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে চিঠিটি লিখেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রেক্ষিতে, মহেশ বিক্রম হেগড়ের বিরুদ্ধে গত ১৬ ই এপ্রিল, বিজয়াপুর থানায় অভিযোগ করেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এম বি পাতিল।
যে ‘PostCard’ নিউজ পোর্টালের মালিক মহেশ বিক্রম হেগড়েকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটারে ফলো করেন, সেই হেগড়ের নিউজ পোর্টালে বিকৃত ও বিজেপির হয়ে পক্ষপাতমূলক খবর করার অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। সাম্প্রদায়িক উসকানি দেওয়ারও অভিযোগ ছিল এই পোর্টালের বিরুদ্ধে। কিছুদিন আগেই বেঙ্গালুরুর এক জৈন সাধুকে মুসলিমরা হেনস্থা করেছে বলে দাবি করে একটি খবর পরিবেশন করেছিল মহেশ বিক্রম হেগড়ের নিউজ পোর্টাল। পরে পুলিশ তদন্ত করে জানায়, এমন কোনও ঘটনাই ঘটেনি। এর জেরে গ্রেফতারও হতে হয়েছিল বিক্রম হেগড়েকে। বুধবার ফের তাঁর গ্রেফতারের খবরেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির নেতা ও কর্মীরা।

Comments are closed.